Adrit Roy এর সম্পর্ক কৌশাম্বির সঙ্গে, \'মিঠাইয়ের\' রিল দিদিয়ার জন্যই পুরনো প্রেম ভাঙল উচ্ছেবাবুর? গুঞ্জন

2022-02-10 5

আদৃত রায়ের এক সময়ের বান্ধবী সুপ্রিয়া মণ্ডল বাগদান সেরে ফেলেছেন। সম্প্রতি এমন একটি খবর এবং ছবিতে তোলপাড় হয়ে যায় টলি পাড়া। যা নিয়ে আদৃত অবশ্য কোনও মন্তব্য করেননি। কিন্তু আদৃতের সঙ্গে সুপ্রিয়া মণ্ডলের সম্পর্ক কেন ভাঙল, তা নিয়ে চর্চা শুরু হয়ে যায় জোরদার।